ক্যাডেটের ডায়েরি- মোঃ আবু ইবনে সিনা ইয়েন

গল্পগুলো একই

আলোচনাঃ  ক্যাডেটের ডায়েরি
লেখকঃ শাকুর মজিদ
প্রকাশকঃ  অন্যপ্রকাশ, প্রচ্ছদঃ মাসুম রহমান, পৃষ্টা সংখা ১৩৬, মূল্যঃ ২২৫ টাকা

অষ্টম শ্রেনীতে পড়ার সময় ডায়েরি  লিখতাম, সেটাকে লিখা না বলে টুকে রাখা বলা ভালো। দিনে কি কি করলাম তার একটা সারমর্ম। বর্তমান যুগের ফেসবুক স্ট্যাটাসের সাথে এর কিছুটা মিল পাওয়া যায়। কিন্তু পার্থক্য হলো স্ট্যাটাস সবাই দেখে,লাইক দেয়। ডায়েরি র লেখা কাউকে দেখতে দিতাম না। কেউ যাতে না পড়তে পারে সেজন্য লুকিয়ে রাখতাম।
গল্পগুলো এক হয় কিভাবে !! শাকুর মজিদ ভাই এর “ক্যাডেটের ডায়েরি ” পড়তে পড়তে খালি এই প্রশ্নটাই মাথায় ঘুরছিলো। লেখকের ভুমিকায় ডায়েরি  লুকিয়ে রাখার ব্যাপারটা প্রথমেই তাই আমাকে চমকিত করে। গোগ্রাসে পড়তে শুরু করলাম, মনে হলো একটা ক্যাডেট এর পুরো ছয় বছর আমার চোখের সামনে ভেসে উঠলো। সপ্তম শ্রেনীতে পড়া বালক (নাকি শিশু!)এর কৈশোর পর্যন্ত সময়টা কিভাবে বেড়ে উঠছে,  তার সামাজিক চিন্তাভাবনার পরিবর্তন কিভাবে হচ্ছে , মানসিক উৎকর্ষতা বৃদ্ধিটা বেশ ভালোভাবেই চোখে পড়েছে। একজন বালক কিংবা কিশোর তার জগৎটাকে কিভাবে দেখছে বইটা পড়লে আমরাও সেই বালক/কিশোরের মতোই দেখছি। আর এখানেই লেখকের সার্থকতা, সময়টাকে সফলতার সাথে পাঠকের সামনে তুলে ধরেছেন। একটা নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট জগতের বিভিন্ন ঘটনাগুলো সুন্দরভাবে পরিবেশিত গল্প হিসাবেই পাঠকের কাছে ধরা দিয়েছে। ছোট ছোট প্যারা করে ঘটনার বিবরণগুলোসংক্ষেপে অনেকে গল্প বলে দিয়েছে, সেই গল্পগুলো পড়ে কখনো কিশোর ক্যাডেট  শাকুর মজিদ এর জন্য আনন্দে উদ্বেলিত হয়েছি, কখনো মনে লেগেছে কষ্টের ছোঁয়া।
ডায়েরি রর সাথে সংযোজিত ছবিগুলো এবং ডায়েরি  শেষে কলেজের বিভিন্ন প্রকাশনীতে প্রকাশিত লেখকের লেখাগুলো বইটিকে দিয়েছে অন্যরকম মাত্রা। ১৯৭৮-৮৪ এর সেই লেখাগুলো পড়লেই বড় লেখক হওয়ার তুমুল সম্ভাবনার সেই লেখনীশক্তি আমরা দেখতে পাই।
“ক্যাডেটের ডায়েরি ”- কে হয়তো কিশোর উপন্যাস বলা উচিত হবে না। এটা নিখাদ একজন কিশোর ক্যাডেট এর ডায়েরি । বই এর ভূমিকায় লেখক তা দৃপ্তভাবেই স্পষ্ট করেছেন। কিছু ছোটখাটো বানান শুদ্ধকরণ ছাড়া ডায়েরি র কোন পরিবর্তনই করেন নি লেখক। যেই ডায়েরি  ক্যাডেট অবস্থায় আগলে রাখতেন, নিজের সেই প্রিয় ডায়েরি টিকেই বই আকারে পাঠকের জন্য প্রকাশ করেছেন।  কিন্তু লেখকের লেখনীশক্তির জন্য এর শিল্পমান কোন অংশেই একটি কিশোর উপন্যাস এর চেয়ে কম নয়।

মোঃ আবু ইবনে সিনা ইয়েন

সাবেক ক্যাডেট-সিলেট ক্যাডেট কলেজ, সহকারী প্রকৌশলী (ডেসকো)

মন্তব্য
Loading...