মানিক ভাই এর টেবিল এ বসে বিনা বাক্য ব্যয়ে খশ খশ করে চেকটা লিখে ফেললো শাকুর । বেশ মোটা অংকের একটা চেক । তিন সপ্তাহের সফর । ইউরোপ আর দক্ষিণ আমেরিকার বেশ কয়েকটা দেশ আছে তালিকায় । ভ্রমণ ব্যাবস্থাপক মানিক ভাইয়ের তত্ত্বাবধানে বিভিন্ন পাল্লার কয়েকটা বিমান ভ্রমণের টিকেট নিশ্চিত করা হচ্ছে। পঞ্চপর্যটকের প্রথম ‘পূর্ব ঘোষিত’ ভ্রমণ, যতদূর মনে পড়ে। ঠিক পাঁচ দিন পর ঢাকা ছাড়বো আমরা পাঁচ জন। তখন ২০০৪।
দুদিন বাদে মানিক ভাই এর ফোন পাই। তার বিচলিত কণ্ঠ শোনা যায় …’শাকুর ভাই ওনার টিকেট টা ক্যানসেল করতে বললেন। উনি যেতে পারছেন না’।
সফর সঙ্গী বাকিরাও এই সংবাদে চিন্তিত হয়ে পড়ে । কিছুটা সময়, কয়েকবার ফোনালাপ আর সন্ধ্যায় তার লালমাটিয়া অফিসে বসা। শেষ মেষ আঙ্গুল কিছুটা বাঁকিয়ে ঘি উঠানো হলো। নির্ধারিত দিনে যথা সময়ে সে এয়ারপোর্ট এ পৌঁছেও যায়। দুই কাঁধে দুই ক্যামেরা সচল হয়ে পড়ে পর মুহূর্ত থেকেই। তিন সপ্তাহের ঘটনাবহুল সফর নিয়ে শাকুর এর হাতে নির্মিত হয় এক ডজনের বেশি ট্রাভেলগ, সচিত্র বর্ণনায় লেখালেখি হয়েছে কতগুলো তার হিসেব জানা নাই।
এরম ঘটনার পুনরাবৃত্তি হয়েছে এরপর বহুবার। প্রায় প্রতিবারই বলা যায়। স্থপতিদের আন্তর্জাতিক সম্মেলন হবে ভিয়েতনাম, নেপাল, থাইল্যান্ড বা শ্রীলঙ্কায় । ঠিক হোল, আমরা দল বেধে যাবো। শুরুতেই বেঁকে বসলো সে। আবারো ফোনালাপ, সন্ধ্যায় কফির কাপে ঝড়। এবং ফলাফল পূর্ববত । এইতো সেদিন, ২০১৯ এর শেষ দিকে। প্রস্তুতি শুরু হোল অস্ট্রেলিয়া আর পাপুয়া নিউ গিনি যাবার। সেবারেও তার একই ভঙ্গিমায় বেঁকে বসা। কোন ব্যাতিক্রম নাই।
কিছু কাঠ খড় পোড়ানো। শেষতক ভ্রমণ শুরু হয় পরিকল্পনা মাফিক। সদলবলে। শেষও হয় অনাবিল আনন্দ, বিপুল অর্জন আর অভিজ্ঞতা নিয়ে । জন্ম নিতে থাকে একের পর এক বাণী চিত্র, প্রতিবেদন, প্রবন্ধ।
ভ্রমনের অনুপুঙ্খ বর্ণনায় বাদ পড়ে না কিছুই। স্থাপত্য, সংস্কৃতি, ইতিহাস থেকে শুরু করে একেবারে সাধারণ মানুষের চালচিত্র সুনিপুণ উঠে আসে শাকুরের লেখায়, ছবিতে, নির্মাণে।
শুধু বাদ পড়ে যায় ভ্রমণ পূর্ব সেই সব উত্তপ্ত বিতর্ক, ফোনালাপ, জরুরি বৈঠক আর কফির কাপের ঝড় বৃত্তান্ত ।
আজকের সেলেব্রিটি লেখক, নির্মাতা শাকুর মজিদ এর অগণিত পাঠক আর গুনমুগ্ধ দর্শকেরা মুদ্রার অন্য পাশটা জানলেও ব্যাপক আনন্দ পাবেন বইকি!
‘শাকুর মজিদ ইন দা মেকিং’ শিরোনামে একটা ডকু ফিকশন শুরু হয়ে যাক না !!
ভ্রমণ কাহিনীর চাইতে সেটা কোন ভাবেই কম আকর্ষণীয় হবে না।
জন্মদিনে শুভেচ্ছার সাথে অনুরোধটা থাকলো।
এই নিয়ে হয়তো বেঁকে বসা হবে । বিতর্ক, উত্তপ্ত ফোনালাপ কিংবা ঝড় ঝাপটাও হবে। হোকনা!
এসবের নামই কি ভালবাসা নয় Shakoor Majid Shakoor Majid?
পুনশ্চ ঃ ছবিগুলো ২০১৯ এর নভেম্বর মাসে পঞ্চপর্যটকের সর্বশেষ ভ্রমণের সংগ্রহ থেকে নেয়া