প্রথম ভ্রমণচিত্র নির্মান

২০০৪ সালে শান্তিনিকেতন ভ্রমণ নিয়ে - 'বোলপুরে রবীন্দ্রনাথ' ২০০৫

২০০৪ সালে শান্তিনিকেতন বেড়াতে গিয়েছিলাম পরিবার নিয়ে। সাথে ছিলো ভিডিও ক্যামেরা। আমরা দুই  রাত ছিলাম সেখানে আর আধিকারিকের কাছ থেকে অনুমতি নিয়ে, এক দিনের ফী দিয়ে দুই দিনে দুই বেলা শ্যুট করে যে ফুটেজ নিয়েছিলাম, তা দিয়ে একটা ২০ মিনিটের ট্র্যাভেল ডকু বানিয়ে ফেলি ঢাকা এসে এবং তা  দেখাতে নিয়ে যাই  চ্যানেল আই তে । প্রথমে হাসান দেখে, বলে এটা আমরা সামনের ২২ শ্রাবণ চালাই দিতে পারি, তুমি সাগর ভাইরে একটু দেখাও, তিনি আছেন অফিসে। আমি দোতালায় যেয়ে সাগর ভাইর সাথে কথা বলতে বলতে বুঝে গেলাম, ৫ তলা থেকে দোতালায় নামতে নামতে  সাগর ভাই আর ইবনে হাসান খানের কথা হয়ে গেছে। আমি ল্যাপটপ ওপেন করি, সাগর ভাইকে বলি, আপনাকে দেখাতে নিয়ে এসেছি,  দেখে যদি পছন্দ হয়, তবে নিবেন।
তিনি বেল টেপেন। ম্যানেজার হেলাল সাহেব আসেন। হেলাল সাহেবকে বলেন, শাকুরকে ৫০হাজার টাকা দাও। আর কাল সে ক্যাসেট দিয়ে যাবে, এটা ২২শে শ্রাবণ যাবে, বিশেষ প্রামাণ্যচিত্র হিসাবে, পিক টাইমে।
আমি ঠোঙ্গা ভর্তি টাকা নিয়ে চলে আসি।

এর মধ্যে চ্যানেল আই এ খবর চালু করে দেয় যে শান্তি নিকেতনের উপর ডকুমেন্টারি যাচ্ছে রবীন্দ্রনাথের প্রয়াণ দিবসে। এর আগে এ জায়গাটি নিয়ে কেউ প্রামাণ্যচিত্র বানানর খবর পাই নি। আমি এটা ভ্রমণচিত্র হিসাবেই বানিয়েছিলাম । কয়েকদিন পর ডেইলি স্টার আমাকে ডাকে এ বিষয়ে ইন্টারভিউ দিতে (লিংক পেয়ে গেলাম । পুরা লেখাটাও উঠিয়ে দিলাম নীচে)

Culture
64th Death Anniversary
Rabindranath Tagore A Tribute

Bolpurer Rabindranath
In the master’s footsteps
The documentary film Bolpurer Rabindranath is a record of Shakoor Majid’s trip to Shantiniketan in 2004. Shakoor had taken with him his camera Canon XL1S. Going there he discovered that the history of Shantiniketan went back to the time of Tagore’s father, who built a rest house in the place with the name of Shantiniketan. The area has now developed enormously with a cultural impact. Sixty-three years after Tagore’s death, the place is still pulsating with Tagore’s spirit and his deep admiration for literature, music, dancing, fine arts and more. Bolpur and Bhubandanga, are basically the places of origin of Biswa Bharati, otherwise known as Shantiniketan.”I tried to capture the last 40 years of Tagore’s life which he spent at that place. I saw many elements of nature which had inspired his writings. Places like the River Moiurankhi and Shaontal Patti reverberate with life. Places in Bolpur and Bhubandanga are covered with shops and eating houses with signboards that had names taken from Tagore’s writings, like Robiroshi, Shonchoita and Ghorebairey, says Shakoor.Asked to talk about the trees, flowers and waterways that formed Shantiniketan, he said that nature was an integral part of the institute, where the sky was the ceiling, and bushes and shrubs the walls of the classrooms. Shakoor says that the place began with only five students, but after 100 years it now has more than 5,000 students, coming from various corners of the world, to study sculpture, music and other art forms. He went during puja holidays and so he missed the normal activities of the students such as their dancing and feasting during Paush Mela and Pahela Baisakh.

Shakoor fully understood Tagore’s philosophy of combining nature with man. “Chemistry, physics and dance classes were taught in the open air so that these young people would grow with nature,” says Shakoor. He studied how Tagore lived in Bolpur from 1901 to 1941. Since he lived in this place, the environment affected his writings and this is what the filmmaker tried to show in his film. He also traced how he had won the Nobel Prize and travelled to distant places in the West. After his trips overseas he changed the concept of his institute of Biswa Bharati in 1917.

Thus his original concept was globalized.

As for the stills in the film based on the different stages of the life of Tagore, these photographs were taken from different books, which are available in Dhaka. Mridulkanti Chakravarty of the Dhaka University (Music and Dramatics section), who was once himself a student of Shantiniketan, helped him trace down these relevant photos.

Shakoor got permission to shoot his film from 2 pm to sunset for a single day. He took more time to bring in the adjacent locality. He did not get the support of the Biswa Bharati as he was not allowed to film in the museum. Neither was he allowed to take his camera inside Uttorayan, where Tagore lived. Shakoor also lamented the fact that he could not get an architectural plan of Shantiniketan.

Shakoor is a playwright and director and his TV plays include Londoni Kannya, Nayari, Karimunessa, Cherag and Bairati. He has also done a film shot overseas called Shobuj Matir Maya. Apart from these he has done a documentary on the learning of Bangla by foreigners, called Shodamatir Ghran which was telecast by ntv.


২০০৫ সালের ২২ শ্রাবণ এটা প্রচার হয়। এটা ছিলো কোন টেলিভিশনে প্রচার হওয়া আমার প্রথম কোন ট্যাভেল ডকুমেন্টারি। এ বছরই আরটিভির খ ম হারুনের সাথে আমার চুক্তি হয়, পৃথিবির পথে পথে নামে ধারাবাহিক প্রামান্যচিত্র প্রচার হতে থাকে আর টি ভির সূচনাকাল থেকেই। সেই শুরু। 

প্রদর্শিত ক্লিপটি ২০১৬ সালে৪ ৫ আগস্ট তারিখে চ্যানেল আই তে পুণপ্রচারিত অবস্থায় নেয়া।

আরেকটা কথা। এই সফরের বর্ণনা ইবনকে নিয়ে নির্মিত ‘মাই সিক্স ইয়ার্স’ নামক প্রামাণ্যচিত্রেও ব্যবহার হয়েছে। 

আরেকটা কথা – মূল প্রামাণ্যচিত্র ছিলো বাংলায়, নাম – বোলপুরে রবীন্দ্রনাথ। এতে কন্ঠ দিয়েছিলেন – থিয়েটার কর্মি রিয়াজ মাহমুদ

প্রচারের কয়েকমাস পরে এটা ইংরেজিতে অনুবাদ করি। এতে কন্ঠ দেন সংবাদ পাঠিকা সঙ্গিতা আহমেদ। ইংরেজি ভার্সনটা আজোবদি কোথাও প্রচার হয় নাই। এর মিউজিক ট্র্যাকের কপিরাইট আমার না থাকার কারনে ইউ টিউবও তা গ্রহণ করে না। তাই ফেইসবুক পেইজে দিয়ে রাখলাম, his footprints 

মন্তব্য
Loading...