জামিলকথন
জামিল স্যারকে (জাতীয় অধ্যাপক ডঃ জামিলুর রেজা চৌধুরী) আমি ঠিক কবে থেকে চিনি, মনে করতে পারবো না। তবে ২০১১ সালে আমার লেখা ৮টি ভ্রমণকাহিনীর সংকলন প্রকাশনার উতসবে প্রধান অতিথি হয়ে যখন অনুষ্ঠানে আসেন, সেদিন তাঁকে আমার সবচেয়ে কাছে থেকে দেখা। এরপর আরো ভালো করে দেখার সযোগ পেলাম যখন ২০১৬ সালে তাঁকে নিয়ে একটি…