মহাজনের নাও- উজ্জ্বল দাশ
পূর্ব লন্ডনের ব্র্যাডি আর্ট সেন্টারে মহাজনের নাও। ছবি: রায়হান জামিলবাউল আবদুর রহমান (আমিরুল ইসলাম) অন্যলোকের যাত্রী করিমকে বুকে জড়িয়ে দরাজ গলায় গাইছেন ‘কেন পিরিতি বাড়াইলারে বন্ধু, ছেড়ে যাবে যদি’। মঞ্চে বাউল করিম দেহত্যাগ করেছেন, অঝোরে…